জ্ঞানকোষ — about devil — নকর ছদর শয়তন

নাকের ছিদ্রে শয়তান

ইসলামি বিশ্বাস হচ্ছে, রাতের বেলা নাকি শয়তান মানুষের নাকের ছিদ্রের মধ্যে রাত্রিযাপন করে।

সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
২/ তাহারাত (পবিত্রতা)
পরিচ্ছেদঃ ৮. নাক ঝাড়া ও ঢেলা ব্যাবহারে বেজোড় সংখ্যা
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৪৫৭, আন্তর্জাতিক নাম্বারঃ ২৩৮
৪৫৭। বিশর ইবনুল হাকামী আবদী (রাঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ ঘূম থেকে উঠবে সে যেন প্রথমত (পানি দিয়ে) তিনবার নাক ঝেড়ে নেয়। কারণ শয়তান নাসারন্ধ্রে রাত্রি যাপন করে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)