জ্ঞানকোষ — halal haram — নটক সনম হরম

নাটক-সিনেমা-যেমন খুশি তেমন সাজা হারাম

ইসলাম ধর্মে অন্যের চরিত্রে অভিনয়, নাটক সিনেমা কিংবা যেমন খুশি তেমন সাজো এই ধরণের যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ হারাম। [1] [2]

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
৯৬/ কুরআন ও সুন্নাহকে শক্তভাবে ধরে থাকা
পরিচ্ছেদঃ ৯৬/৩. বেশি বেশি প্রশ্ন করা এবং অকারণে কষ্ট করা নিন্দনীয়।
৭২৯৩. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা ’উমার (রাঃ)-এর কাছে ছিলাম। তখন তিনি বললেনঃ (যাবতীয়) কৃত্রিমতা হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।[1] (আধুনিক প্রকাশনী- ৬৭৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৯৫)
[1] যাবতীয় মুনাফেকী নীতি অবলম্বন করা, ইবাদাতের ক্ষেত্রে অনর্থক বাড়তি কষ্ট করা, নাটক করা, অন্যের চরিত্রে অভিনয় করা, নকল চুল, দাড়ি গোঁফ লাগিয়ে অন্যের মত হওয়া, যেমন খুশি তেমন সাজা, ছেলেদের পাকা চুল, দাড়ি লাগিয়ে মুরুবিব সাজা ইত্যাদি যাবতীয় কৃত্রিমতা গ্রহণ করতে আল্লাহর রাসূল (সাঃ) নিষেধ করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

আসুন এবারে বাংলাদেশের একজন অভিনেতার বক্তব্য শুনে নিই,

তথ্যসূত্র

  1. [1] সহীহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, হাদিসঃ ৭২৯৩ ↩︎
  2. [2] সহীহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, খণ্ড ৬, পৃষ্ঠা ৪৪১ ↩︎