জ্ঞানকোষ — halal haram — পানি বিক্রি হারাম

ইসলামে পানি বিক্রি করা হারাম

আজকাল অনেক কোম্পানিই পানি বিক্রি করে। এমনকি, সৌদি আরবেও পানি বিক্রি করা হয়। কিন্তু পানি বিক্রি করা নবী নিষিদ্ধ করে গেছেন। যা নবী নিষিদ্ধ করে গেছেন, তা বর্তমান সময়ে উনারা কেন করেন, তা জানা যায় না।

সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
১৪/ ক্রয় বিক্রয়
পরিচ্ছেদঃ অতিরিক্ত পানি বিক্রি করা।
১২৭৪. কুতায়বা (রহঃ) ...... ইয়াস ইবনু আবদ আল-মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বিক্রয় করা নিষেধ করেছেন। - ইবনু মাজাহ ২৪৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১২৭১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির, বুহায়সা তৎপিতার বরাতে, আবূ হুরায়রা, আয়েশা, আনাস ও আবদুল্লাহ্ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইয়াস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ। অধিকাংশ আলিম- এর অভিমত এই হাদীস অনুসারে। তারা পানি বিক্রি করা নাজায়িয বলেছেন। এ হলো ইবনু মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। হাসান বাসরী (রহঃ) সহ কতক আলিম পানি বিক্রির অনুমতি দিয়েছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)