জ্ঞানকোষ — slavery related — দসদর সকষয দয়

দাসদের সাক্ষ্য দেয়ার ক্ষমতা

দাস বা গোলামদের আদালতে সাক্ষ্য দেয়ার ক্ষমতা থাকে না। ইসলামের দৃষ্টিতে তারা পূর্ণ মানুষ হিসেবে যেহেতু গণ্য নয়, তাই তাদের সাক্ষ্য দেয়ার অধিকার নেই। বিষয়টি ফতোয়ায়ে কাযীখান গ্রন্থেও বর্ণিত আছে [1] -

একই গ্রন্থের বিবাহ অধ্যায়ে বলা হয়েছে, বিবাহের ক্ষেত্রেও গোলাম বা দাস সাক্ষ্য দিতে পারবে না [2] -

তথ্যসূত্র

  1. [1] ফাতাওয়ায়ে আলমগীরী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৪৬৯, ৪৭০ ↩︎
  2. [2] ফাতাওয়ায়ে আলমগীরী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ২০ ↩︎